DCCCUL Logo
Banner
DCCCUL Founder
Home Products Gallery Notice Contact Us

"আমাদের ক্রেডিট আমাদের গর্ব, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে হবো সমৃদ্ধ "

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

ফাদার লিউ জে. সালিভ্যান সিএসসি ভবন, ধরেন্ডা মিশন, ডাকঘর-সাভার, জেলা-ঢাকা।

প্রেসিডেন্টের বাণী

“দশের লাঠি একের বোঝা” । “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ” । ছেলেবেলায় পাঠ্য পুস্তকে এই দশ জনকে একত্রিত করেই সমবায়ের ধারণা প্রদান করা হত। যা একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়, তা দশের মাধ্যমে অর্থাৎ সমবায়ের মাধ্যমে করা সম্ভব। আর তা হতে হবে অবশ্যই ইতিবাচক বা সমাজের জন্য মঙ্গলজনক ।
আপনাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য নতুনভাবে আপনাদের দেয়া দায়িত্ব কাধে তুলে নিয়ে আরো একটি অর্থ বছর সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি । নতুনদের সাথে নিয়ে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্রেডিট ইউনিয়নের উন্নয়ন তথা সদস্যদের সার্বিক উন্নয়নে আমরা যে সব কার্যক্রম পরিচালনা করেছি তার জবাবদিহিতা আপনারা বুঝে নিবেন। এতে ভবিষ্যতে আমরা যেমন কাজ করতে উত্সাহী হব, তেমনি ক্রেডিট ইউনিয়নের সম্পদ-পরিসম্পদ সুরক্ষিত থাকবে এবং তা দিন দিন বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি।

শ্রদ্ধাভরে স্মরণ করি সেই মহামানবকে যিনি স্বপ্ন দেখেছিলেন বলে এ সমবায় আন্দোলনের মাধ্যমে আমরা একত্রিত হয়ে থাকতে পারছি । তিনি অন্য আর কেউ নন, তিনি আমাদের ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও বীজ বাপক স্বর্গীয় ফাদার লিউ জে. সালিভ্যান সিএসসি । তার দেখা স্বপ্নকে আমরা যাতে বাস্তবে রূপ দিতে পারি এবং তার আদর্শকে বুকে লালন করে যেন আমাদের এ প্রাণপ্রিয় ক্রেডিট ইউনিয়নকে আরো উন্নতির শিখরে পৌছে দিতে পারি সে প্রার্থনা করি । বিনম্র চিত্তে স্মরণ করি বাংলাদেশের ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের স্বপ্নদ্রষ্টা স্বর্গীয় আর্চবিশপ লরেন্স এল গ্রেনার সিএসসি, ক্রেডিট ইউনিয়নের আন্দোলনের অগ্রদূত স্বর্গীয় ফাদার চার্লস জে.ইয়াং সিএসসি’কে । কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবদি সে সকল কর্মকর্তা-কর্মচারী , উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের- যারা তাদের মেধা-মনন, দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতা দিয়ে অত্র প্রতিষ্ঠানের পাশে ছিলেন ও অদ্যাবধি রয়েছেন।

আপনারা অবগত আছেন সমবায়ের আভিধানিক অর্থ শুধুমাত্র অর্থের গণ্ডিতে সীমাবদ্ধ নয় । এর অর্থ ব্যাপক ও কল্যাণকর । শুধুমাত্র নিজে ভাল থাকলে , নিজের উন্নয়ন ঘটালে , উন্নয়নের স্বার্থকতা পায়না । তাই বর্তমানে আমরা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে সকল সদস্যের সামাজিক, শিক্ষা-সাংস্কতিক, আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়ন ঘটানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি | হয়তো আপনাদের আশানুরূপ চাহিদা আমরা পূরণ করতে পারিনি, তবুও আমরা চেষ্টা করছি সামান্যতম হলেও আপনাদের চাহিদা পুরণ করতে ।

 

সমবায়ী শুভেচ্ছান্তে,
প্রেসিডেন্ট
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
ধরেন্ডা, সাভার, ঢাকা ।